বদলে গেছে চারপাশ। কিন্তু আমি আছি সেই আগের মতো। একটুও কমেনি তোমার প্রতি ভালবাসা। আজীবন ভালবেসে যাব। আমার পৃথিবীর বিরাট অংশজুড়ে শুধুই তুমি। দূরে ঠেলে দিয়ে কেন এত বড় শাস্তি দিলে তুমি ??? ... আমার কথা কি একটুও মনে পড়ে না তোমার ?? জানি তুমিও কষ্ট পাও… আরও পড়ুন »
আমার যখন তখন রাত হয়ে যায় মেঘে মেঘে মন দেখে যায়
আমার যখন তখন রাত হয়ে যায় মেঘে মেঘে মন দেখে যায় মনের ভিতর বৃষ্টি ঝরে তোমার কথাই মনে পড়ে ... আমার যখন তখন ভুল হয়ে যায় ভুলে ভুলে পথ যে হারায় পথের মাঝে আমি একা পাই না খুঁজে তোমার দেখা আমার যখন তখন ঘুম ভেঙ্গে যায় অনিদ্রায় রাত কেটে যায়......... … আরও পড়ুন »
কিসে করবো বিশ্বাস? কাকে করবো বিশ্বাস?
বিশ্বাস! কিসে করবো বিশ্বাস? কাকে করবো বিশ্বাস? প্রেমিকা প্রেমিককে বলেছিলো, ... 'বিশ্বাস করো, তোমাকে ছাড়া এক মুহুর্তও আমি থাকতে পারবোনা' সেই প্রেমিকা এখন আরেক পুরুষকে বলে, 'বিশ্বাস করো, তোমাকে আমি হারাতে পারবোনা! এই হলো বিশ্বাস!!??? … আরও পড়ুন »
যদি খুজতে চাও আমায়, তবে খুজে দেখ ঐ নীল আকাশের মাঝে।
যদি খুজতে চাও আমায়, তবে খুজে দেখ ঐ নীল আকাশের মাঝে। যদি বুঝতে চাও আমায়, তবে কুল ভাঙ্গা নদীকে বোঝ। ... যদি অনুভব করতে চাও আমায়, তবে অনুভব কর কালো অন্ধকারকে। যদি সঙ্গি করতে চাও আমায়, তবে সঙ্গি কর নিঃসঙ্গতাকে। যদি বালোবাসতে চাও আমায়, তবে ভালোবাসো … আরও পড়ুন »
ভালোবাসা প্রকাশ করার মত কোন ভাষা আজো আবিষ্কার হয়নি
ভালোবাসা প্রকাশ করার মত কোন ভাষা আজো আবিষ্কার হয়নি, তাই নীরবতাকেই বেছে নিলাম । কতটুকু ভালোবাসি তা প্রকাশ করার জন্য কোন স্কেল আবিস্কার হয়নি, তাই হৃদয় জুড়ে ভালবাসলাম । কেন শুধু তোমাকেই ... ভালোবাসি,কারন জানি না বলে কিছু বোলো না, অকারন কে দোষ দিয়ে… আরও পড়ুন »
school hot girl
প্রেম করলে শরীরও টপ ক্লাস থাকে
সত্যিই, প্রেম করলে শরীরও ফার্স্ট ক্লাস থাকে। রিসার্চ বলছে।সত্যি হোক, মিথ্যে হোক, মনেপ্রাণে বিশ্বাস করুন, শরীর না সারুক, প্রেমটা তো হবে! তবু মনে রেখো এই হরমোনটির নামটি খটমট। ডিহাইড্রোপিয়ানড্রোস্টেরন। তবে স্বভাবে বড় রোম্যান্টিক। প্রেমে হাবুডুবু খেলে… আরও পড়ুন »
প্রেম করে সুখ বনাম প্রেম না করে সুখ
প্রেম করলে মানুষ সুখে থাকে নাকি না করলে? উত্তরটা আমি সঠিক জানিনা তবে আমার মনে হয় প্রেম না করলেই মানুষ বেশি সুখে থাকে। প্রেম করা মানেই জালে জরিয়ে যাওয়া। প্রেমিক কে রক্ষা করে চলতে হয় প্রেমিকার মন আর প্রেমিকা কে রক্ষা করে চলতে হয় প্রেমিকের মন। এর … আরও পড়ুন »
আলমারী ভর্তি টাকার মাঝে সুখ নাই। সুখ আছে স্বামী স্ত্রী একসাথে চাঁদ দেখার মাঝে।
মানুষ বলে, "আমার চাচাত বোনের বিয়ে হইছে ডাক্তারের সাথে! ছেলে ঢাকা মেডিকেলে পড়তো! চাচাত বোনটার ভাগ্য কত ভালো!" মানুষ আরো বলে, "আমার খালাত বোন বিয়ে প্রেম করে বিয়ে করছে। ছেলে ছোট্ট একটা চাকরী করে। খালাত বোনটার কপাল পুড়ছে।" মানুষ বোঝে না, 'ভালো চাকর… আরও পড়ুন »
আমি কখনই চাইনি তোমার নিঃশ্বাসের কাছে আসতে । শুধো চেয়েছি তোমায় একটু ভালবাসতে ।
আমি তো কখনো তোমায় ছুতে চাইনি , চাইনি তোমার পাঁজরে বন্দী হতে, চাইনি চাঁদনী রাতে তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে দূরে কোথাও হারিয়ে যেতে । মাঝে মাঝে মন যে চায় না তা না, তবে তুমি চাইবেনা বলেই আমিও আর চাই নি । আমি কখনই চাইনি তোমার নিঃশ্বাসের কাছে আসতে । শ… আরও পড়ুন »
এখন আমি আমার সব সুখগুলো কে বিসর্জন দিয়ে হলে ও তোমাকে ভুলে যেতে চাই ,
জানো তোমার স্মৃতিগুলো কে যত বেশী ভুলতে চাচ্ছি , তোমার স্মৃতিগুলো শুধু আকঁড়ে ধরছে আমাকে ,, ভুলতে দিচ্ছে না , জানো এখন আমি আমার সব সুখগুলো কে বিসর্জন দিয়ে হলে ও তোমাকে ভুলে যেতে চাই , সত্যিই ভুলতে চাচ্ছি ,,, ভাবছ ঘৃণা করি তোমাকে , তবে সত্যিই এখন আমি… আরও পড়ুন »
প্রেমরোগ,চিকিত্সা ,বাঁচার উপায় ,পরিণতি :
আজকের বিষয় প্রেমরোগ প্রিয় পাঠক, প্রেমরোগ সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু অবগত আছি। তাছাড়া আপনারা সবাই কম বেশি এ রোগে আক্রান্ত হয়েছেন বলে আমার বিশ্বাস। এটি একটি দুরারোগ্য ব্যাধি। তাই এ রোগ সম্পর্কে জানা আমাদের সবারই আবশ্যক। এ বিষয়টিকে মাথায় রেখ… আরও পড়ুন »
গার্লফ্রেন্ডকে প্রপোজ করার নানান ধরন(ফান পোষ্ট)!
প্রপোজ করবেন কি ভাবে নিজেই নির্বাচনকরুন!!!! ১. ব্ল্যাকমেইল স্টাইলঃ আমি তোমাকে ভালবাসি। তুমি হ্যাঁ বললে তো ভালো। কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতে হবে। আর সেটা তোমার বোন ও হতে পারে!! ২. ডাইরেক্ট স্টাইলঃ শোনো মেয়ে, আমি কোনো রকম ভূমিকা-টূমকা না করে… আরও পড়ুন »
deshi school girl photo
deshi hot nice picture,5
বেশি সুঁদরী মেয়েদের বিয়ে করলে বর্তমানে সমস্যাই পরতে হবে … আরও পড়ুন »
deshi hot nice picture,4
সুন্দরী দেখে না মনটা ভালো করে যাচাই করে লাইফ পাটনার বাছাই করুন … আরও পড়ুন »