GuidePedia

0
সে এক দেখার মতো দৃশ্য বটে। প্রায় ১০ হাজার মানুষ দু’হাত বাড়িয়ে অপেক্ষা করছেন কখন একটি লাঠির কয়েকটি টুকরো পাওয়া যাবে হাতে। অবাক হচ্ছেন। অবাক হওয়ার এই তো শুরু। কারণ, জাপানের ওকোয়ামায় এই উৎসব শহরের আর পাঁচটা উৎসবের থেকে আলাদা। উৎসবে শামিল জনতার পরনে কটিবস্ত্র ছাড়া আর কিছুই নেই। সকলেই নগ্ন।


আসল ব্যাপারটা হল, ওকোয়ামার সাইদাইজি মন্দিরে জাপানি ভক্তেরা অপেক্ষা করছেন, কখন পুরোহিত তাদের উদ্দেশ্যে এক পবিত্র লাঠির কয়েকটি টুকরো ছুঁড়ে দেবেন। জাপানিদের বিশ্বাস, এই পবিত্র লাঠির টুকরো পেলে তাঁরা গোটা বছর সুখে-শান্তিতে থাকতে পারবেন। পোশাকি ভাষায় এই উৎসবের নাম নেকেড ফেস্টিভ্যাল। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, এই উৎসব নাকি পঞ্চদশ শতাব্দী থেকে চালু জাপানে। উৎসবে যোগ দিতে হলে প্রত্যেক পুণ্যার্থীকে তাদের অন্তর্বাসের ভিতর নিজের নাম, ঠিকানা ও রক্তের গ্রুপ লেখা একটি কাগজ রাখাটা বাধ্যতামূলক।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top