মানুষের জীবনটাই হয় কয়েকটি উপন্যাস।
তাতে সুখ,দুঃখ থাকে।থাকে আনন্দ বেদনা।হয়ত ক্ষনিকের সুখের উল্লাসে হারিয়ে যায়।ঠোটের কোনে হাসি থাকলেও চোখে থাকে অশ্রু।বুকে থাকে নির্মম আর্তনাদ।ঢুকরে ঢুকরে কেদে উঠে জীবন।
একসময় হয়ে যায় নির্জীব।সমাজ তাকে ছুড়ে ফেলে দেয় নর্দমায়।কেউ তাদের বুঝতে চায় না।তারা কারো আপন হতে পারেনা।
বিষন্ন জীবন একসময় হারিয়ে যায়,অজানা ভূবনে।
জীবন হয়ে থাকে একটি অপ্রকাশিত কাব্য।কেউ জানেনা,হয়ত কেউ জানবেও না
আমি অভাগা তাদেরই একজন।বেচে থাকতে ভিষন কষ্ট হচ্ছে আমার ।
জিবনের প্রত্যেকটি পাতাই পাতাই লিখেছিলাম একটি মেয়ের নাম কিন্তু মেয়েটি আমার সাথে প্রতারনা করল ।স্বপ্ন দেখিয়ে ছুড়ে ফেলল আমাই ।
তবুও আমার মন তাকেই পেতে চাই কেন জানি না,আমি তার পায়ের গোঁড়াই কুকুর হয়ে বসে ছিলাম শুধু তার ভিতরের কুকুরটা একটু খানি দেখবার জন্য ।
আমি ছাইলেই পারতাম তার সমস্ত অহংকার দাফন করতে কিন্তু তা করিনি।
আমি নিজেই জেনো মেয়েটির দেওয়া কষ্ট পেয়ে সুখের পৃথিবী থেকে দাফন হয়ে গেছি।
তাই এখন আমার মন কে বলি তুই কষ্ট কেন পাবি ?ওরে মন তুইতো হারিয়েছি সেই মেয়েটিকে জে তোকে ভালবাসেনা,
আর সে হারাল এমন একজন কে জে তাকে সবার থেকে বেশি ভালবাসে।
(লেখকের নিজের কাহিনী ।অনেক দিন পর কষ্টটা একটু শেয়ার করলাম )
লেখক :সোহেল রানা
একটি মন্তব্য পোস্ট করুন