
দুইশ’ টন ইস্পাতসহ প্রি-ফেব্রিকেটেড উপাদানে তৈরি এ ভবন নির্মাণে কোনো ইট-সিমেন্ট ব্যবহার করা হয়নি। ৪৮ ঘণ্টার মধ্যে লাল এবং ধূসর রঙের ভবনটি নির্মাণের কাজ শেষ হলেও জানালায় কাঁচ লাগানোসহ ছোটখাটো কিছু কাজ এখনো বাকি রয়েছে।
ভারতে এই প্রথম এ ধরনের ভবন নির্মাণ করা হলো। ভবনটি নির্মাণে দুইশ’র ওপর দক্ষ কারিগর, টেকনিশিয়ান, প্রকৌশলী ও শ্রমিক কাজ করেছেন। এ ছাড়া, দুইশ’র ওপর যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এ ভবন নির্মাণে যে সব উপাদান ব্যবহার করা হয়েছে তা গত দু’মাসে নিকটস্থ একটি কারখানায় নির্মাণ করা হয়।
ভবনটি নির্মাণ করেছে সিনার্জি নামের একটি ভারতীয় কোম্পানি। এটি ভূমিকম্প প্রতিরোধী বলে স্বীকৃতি দিয়েছে ভারতের শিল্প ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র।
একটি মন্তব্য পোস্ট করুন