██▓▓▒▒░░░ পৃথিবীর বৃহত্তম গরু ░░░▒▒▓▓▓██
এটি বিশ্বের বৃহত্তম 6ft গরু যে একটি ছোট হাতির থেকে সাইজে বড়। গরুটির নাম “ Big Cow Chilli” এবং তাঁকে বলা হয় “Gentle Giant”. গরুটির মালিকরা ” The Guinness Book of Records” টিম এর সাথে যোগাযোগ করছেন তাদের গরুটির নাম গিনেস বুক এ নিবন্ধন করার জন্য। কালো এবং সাদা Friesian বলদ গুলোর ওজন প্রায় এক টন এবং একটি ছোট হাতির সমান উচ্চতা (5ft) , কিন্তু গরুর জাত হিসেবে ভিন্ন হতে পারে।
► এই গরুটির উচ্চতা ৬.৬ ফুট এবং ওজন ১ টন এর থেকে বেশি।
► এটি সমগ্র ব্রিটেনের ভিতর উচ্চতম গরু।
► Chilli বাস করে Ferne Animal Sanctuary,Chard, Somerset এ।
► চিলির একটি জমজ বোন ও আছে , নাম Jubilee।
► চিলির রক্ষক মিস ক্লার্ক জানান, ” নয় বছর আগে একদল কৃষক তাদেরকে জানান তারা কোন এক কারণে চিলিকে রাখতে চান না। তখন তারা চিলি ওর তার জমজ বোন Jubilee কে Ferne Animal Sanctuary তে দিয়ে যান। ”
তাঁকে যখন এখনে দিয়ে যাওয়া হয় তখন তার বয়স ছিল মাত্র ৬দিন এবং তাঁকে দেখে বোঝা যায়নি সে এতটা বড় আকারের হবে। সময় বাড়ার সাথে সাথে তার পরিবর্তন দেখা দিলো।
► সে তেমন বেশি একটা খাওয়া দাওয়াও করে না, কিন্তু তার উচ্চতা ও ওজন বৃদ্ধি পাচ্ছে। ওর মাথা ও শরীর এর অনুপাত ও সেইম।
► সে খুবি বন্ধুসুলভ ও আমরা আশা করি সে রেকর্ডটি করতে পারবে।
► ” The Guinness Book of Records” একজন প্রতিনিধি জানান : “আমি চিলির একটি আবেদন কিছুদিন পূর্বেই গ্রহন করেছি এবং খোঁজ নিচ্ছি।”
✦ এর ছয় মাস আগে অন্য বলদ রেকর্ড ভঙ্গ করার জন্য টেক্কা দিয়েছিল যার নাম The Colonel, উচ্চতা ছিল ৬.৫ ফুট ও ওজন 3,500 lb। কিন্তু এই গরুটি 2005 সালে মারা যায়।
✦ ইটালিতে এমন আর একটি গরু আছে যার উচ্চতা ৬.৮ ফুট।
আশা করি আগামীতেও এমন রেকর্ড করা প্রাণী বা অন্য টপিকের উপরে লিখবো, যেগুলো অনেকের কাছেই অজানা।
একটি মন্তব্য পোস্ট করুন