আস্সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা?
আজ আপনাদের সাথে শেয়ার করব কোয়ান্টাম ফাউন্ডেশনের শ্রদ্ধেয় গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের লেখা "আল কোরআনের বাংলা মর্মবাণী " নামক বইটি এবং এর অডিও ভার্সন (অবশ্যই গুরুজীর কন্ঠে) বইটি এবং অডিও সিডিটিতে আপনি আল-কুরআনের আমপারা তথা ৩০ নম্বর পারার ৩৭টি সূরাসহ অন্য আরও ৭টি সূরার বাংলা মর্মবাণী পাবেন। লক্ষ করবেন এটা কিন্তু কুরআনের হুবহু শাব্দিক অনুবাদ নয়; বরং তাঁর মর্মার্থ। যদি বইটি বা অডিও ফাইলগুলো থেকে আপনারা কিছুটা হলেও উপকার পান তবেই আমাদের এ প্রচেষ্টা সার্থক বলে মনে করব। তো আর দেরি না করে ডাউনলোড করা শুরু করুন এখনই।
আর হ্যাঁ এ বই আর অডিও সিডিটির কোন কপিরাইট নাই। তাই ইচ্ছামত কপি করুন আর পরিচিতজনদের সাথে শেয়ার করুন। এটা নিঃসন্দেহে অত্যন্ত সওয়াবের কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ্। এছাড়া এ বইটি ও অডিও সিডিটি বিক্রির আয়ের পুরো টাকা সৃষ্টির সেবায় ব্যয় করা হবে। আল্লাহ্ আমাদের কবুল করুন। আমিন।
আজ আপনাদের সাথে শেয়ার করব কোয়ান্টাম ফাউন্ডেশনের শ্রদ্ধেয় গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের লেখা "আল কোরআনের বাংলা মর্মবাণী " নামক বইটি এবং এর অডিও ভার্সন (অবশ্যই গুরুজীর কন্ঠে) বইটি এবং অডিও সিডিটিতে আপনি আল-কুরআনের আমপারা তথা ৩০ নম্বর পারার ৩৭টি সূরাসহ অন্য আরও ৭টি সূরার বাংলা মর্মবাণী পাবেন। লক্ষ করবেন এটা কিন্তু কুরআনের হুবহু শাব্দিক অনুবাদ নয়; বরং তাঁর মর্মার্থ। যদি বইটি বা অডিও ফাইলগুলো থেকে আপনারা কিছুটা হলেও উপকার পান তবেই আমাদের এ প্রচেষ্টা সার্থক বলে মনে করব। তো আর দেরি না করে ডাউনলোড করা শুরু করুন এখনই।
আর হ্যাঁ এ বই আর অডিও সিডিটির কোন কপিরাইট নাই। তাই ইচ্ছামত কপি করুন আর পরিচিতজনদের সাথে শেয়ার করুন। এটা নিঃসন্দেহে অত্যন্ত সওয়াবের কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ্। এছাড়া এ বইটি ও অডিও সিডিটি বিক্রির আয়ের পুরো টাকা সৃষ্টির সেবায় ব্যয় করা হবে। আল্লাহ্ আমাদের কবুল করুন। আমিন।
একটি মন্তব্য পোস্ট করুন