GuidePedia

0
নেত্রী দীপিকা পাড়–কোন জানালেন, শাহরুখ খান কখনোই কর্মক্ষেত্রে নারীদের পুরুষের চেয়ে আলাদা করে দেখেন না। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।সম্প্রতি শাহরুখ জানিয়েছেন, তার প্রতিটি সিনেমার সাফল্যের পিছনে তার নামের পাশাপাশি অভিনেত্রীর নামও সমানভাবে প্রচার করা হবে।

লিঙ্গ বৈষম্য করেন না দীপিকা : শাহরুখ


 আর এ বিষয়টিতে মুগ্ধ হয়েছেন দীপিকা।দীপিকা এক বিবৃতিতে জানান, ‘সত্যিই এটি দারুণ একটি পদক্ষেপ। এর মধ্য দিয়ে শাহরুখ প্রমাণ করেছেন, যে প্রতিটি কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও সমান অধিকারের ভাগীদার। তিনি শুটিংয়ের সময় যেভাবে আমাদের সঙ্গে কাজ করেন, তাতে বোঝাই যায় যে তিনি নারী এবং পুরুষকে আলাদা চোখে দেখেন না। ’২০০৭ সালে শাহরুখের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন দীপিকা। বর্তমানে শাহরুখের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top