GuidePedia

1
দেশে থাকতে প্রায়ই এই কথাটা শুনতে হতো যে "একটু স্মার্ট হও"খাইতে বসলে বলে স্মার্টলী খাও, হাটলে বলে স্মার্টলী হাটো ,কথা বলতে গেলে বলে স্মার্টলী বলো ইত্যাদি ইত্যাদি। 

এরপর বোনের বিয়ের পাত্র যখন দেখাদেখি চলছে তখন পরিবারের সবার একটাই দাবী সবকিছুর সাথে ছেলেটা স্মাট হওয়া চাই।

প্রথম যখন প্রেম নিবেদন করতে যাচ্ছিলাম বন্ধুরা বললো কি ছ্যাবলার মত কাপড় পরেছিস ,একটু স্মার্ট হয়ে যা। 


যেভাবে স্মার্ট হওয়া যায় 


স্মার্ট হওয়ার প্রথম শর্ত হলো আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। পোশাক আশাক সুন্দর করেই যে আপনি স্মার্ট হবেন তা হবে না। গুছিয়ে কথা বলা; উপস্থিত বুদ্ধি; পরিষ্কার পরিছন্ন; যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেয়া এবং নিজের আশে পাশের সম্পর্কে ভালো জানা শোনা থাকা স্মার্ট হওয়ার কিছু অন্যতম দিক। এই সব দিক গুলো নিয়মিত চর্চার মাধ্যমেই অর্জন করা সম্ভম।


চটপটে, বুদ্ধিমান, আকর্ষনীয় মানুষকে স্মার্ট বলা যায়। সব তরুনরা স্মার্ট হতে প্রতিযোগিতা করে। কিন্তু বেশীরভাগ তা শুধু বহিরঙ্গেই হয়, অন্তরঙ্গে নয়! অর্থাৎ হাল ফ্যাশনের জামা কাপড়, জুতা-মোজা, সুগন্ধি, প্রসাধনী, চুলের স্টাইল, গায়ের রং, অলংকার, ঘড়ি, মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদি নিয়েই বিশ্বব্যাপী তরুনের দল (এমনকি বয়স্করাও) স্মার্ট হবার চেষ্টা করেন! আর নানা মিডিয়া ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বাণিজ্যের লাভে ও লোভে অনেক অনৈতিক প্রচার চালিয়ে কোমলমতি তরুণদের ভুল পথে নিয়ে যায়! (যেমন: ফর্সা না হলে স্মার্ট হওয়া যায় না, জীবনে সফল হওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি ) স্মার্ট শব্দের প্রতিটি ইংরেজি অক্ষর ধরে ধরে সত্যিকার ভাবে স্মার্ট হবার একটা রাস্তা খোঁজা যেতে পারে। এস (S): সিম্পল (simple) - সহজ ভাবে চিন্তা করতে পারা, গুছিয়ে প্রকাশ করতে পারা, সহজ করার জন্য অবিরাম চেষ্টা করা, পড়াশুনা করা; এম (M): মিংলিং (Mingling ): সবার সাথে মিশতে পারা। এ (A): অ্যাকটিভ (Active) - সব সময় সক্রিয় থাকা। আর (R): রেস্পন্সিবল (Responsible ) - দায়িত্বশীল হতে শেখা। টি (T): টেস্টফুল (Tasteful) - রুচিশীল হতে শেখা।

আপনার আচার-আচরণই বলে দেবে আপনি কতটুকু স্মার্ট, কথায় আছেনা 'ভদ্রতা পোশাকে নয়- ব্যবহারে'।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top