GuidePedia

0
অবৈধ মাদক কোকেন বা হেরোইনের চেয়েও মদের ক্ষতি বেশি হয়ে বলে বৃটেনে নতুন এক জরিপে দেখা গেছে। বৃটেনের মাদক বিষয়ক স্বতন্ত্র বিজ্ঞান কমিটি ইন্ডিপেনডেন্ট সায়েন্টিফিক কমিটি অন ড্রাগ বা ‘আইএসসিডি’ এ জরিপ চালিয়েছে ও চিকিৎসা বিষয়ক খ্যাতনামা সাময়িকী ল্যান্সেটে জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে।নতুন জরিপে হেরোইন, ক্রাক কোকেন, বা এ জাতীয় মাদককে প্রাণঘাতী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে মাদক গ্রহণের ব্যাপক সামাজিক ক্ষতির দিকগুলো বিবেচনা করে এ জরিপে মদকে সবচেয়ে ক্ষতিকারক বলে চিহ্নিত করা হয়েছে।

এ জরিপের সাথে জড়িত গবেষকরা বলেছেন, মাদকের শ্রেণী বিন্যাস করার প্রচলিত ব্যবস্থায় এর ক্ষতিকারক দিকগুলো বিবেচনা করা হয় না, যা দুঃখজনক।

তবে এর আগেও মদের ক্ষতিকারক দিক তুলে ধরে যে সব জরিপ হয়েছে, তার সাথে নতুন জরিপের ফলাফলের মিল রয়েছে। মানুষের দেহের ওপর ক্ষতিসহ বিশেষ বিশেষ ক্ষতিকারক দিক বিবেচনা করে নতুন জরিপে মাদকগুলোকে শুন্য থেকে শুরু করে ১০০ পর্যন্ত নম্বর দেয়া হয়েছে। সামগ্রিক ক্ষতির বিবেচনায় মদ পেয়েছে ৭২ নম্বর। অন্যদিকে হেরোইন পেয়েছে, ৫৫ ও ক্র্যাক কোকেন পেয়েছে ৫৪ নম্বর।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top