যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরি করেছে চীন।
দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি (এনইউডিটি) 'দ্য তিয়ানহে ২' নামের এ কম্পিউটারটি তৈরি করেছে।
সব কিছু ঠিক থাকলে এ বছরের মধ্যেই গুয়ানজু শহরে অবস্থিত চাইনিজ ন্যাশনাল সুপার কম্পিউটার সেন্টারে এর ব্যবহার শুরু হবে।
বিমান ও জাতীয় নিরাপত্তা গবেষণায় ব্যবহার করা হবে কম্পিউটারটি।
এটি প্রতি সেকেন্ডে ৩০.৭ পেটাফ্লপ গতিতে গাণিতিক হিসাব করতে সক্ষম।
এত দিন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার ছিল যুক্তরাষ্ট্রের 'টাইটান'।
এটি প্রতি সেকেন্ডে ১৭.৫৯ পেটাফ্লপ গতিতে হিসাব করতে পারে।
সূত্র : ইন্টারনেট
ইমুতে কাজ করা হয়01916373381এটা নতুন নাম্বার বন্দুরা সেক্স করতে কল দেও
উত্তরমুছুন01916373381
সেক্স করলে ১০০ ভাগ সেভ থাকবে
১বার টাই করে দেখ
💜💜অামি নাদিয়া💜💜
"আমি টাকার বিনিময়ে ফোন ও ভিডিও সেক্স করি
♦♦ফোন সেক্স (অডিও)= ১ঘন্টা=৫০০ টাকা। ( ৩
দিন=১৫০০ টাকা) [১ মাস=৮০০০ টাকা]
( প্রতিদিন ১ ঘন্টা করে) ।
♦♦ভিডিও সেক্স ইমু (Imo)সেক্স = ১ ঘন্টা=১৫০০টাকা ( ৩ দিন=৩০০০ টাকা) ।[১ মাস =১৫,০০০ টাকা]
( প্রতিদিন ১ ঘন্টা করে) ।।
## টাকা অগ্রিম বিকাশ করতে হবে।
## মোবাইল নাম্বার +বিকাশ নম্বর===01916373381
##বাকিতে কোন কাজ করা হয় না