GuidePedia

0
 হিরোগিরি দেখাতে গিয়ে বেকায়দায় পড়লেন হিরোইন কারিনা কাপুর। সম্প্রতি পুনিত মালহোত্রার ‘গোরি তেরে পেয়ার মে’ ছবির শুটিং করতে গিয়ে এ ঘটনা ঘটে। 

দুঃসাহসী কারিনা


একটি দৃশ্যে দড়ির ওপর দিয়ে হাঁটার কথা ছিল বেবোর।  সাধারণত ঝুঁকিপূর্ণ এসব ক্ষেত্রে বডি ডাবল বা স্টান্টম্যানদের ব্যবহার করা হয়। এ দৃশ্যের জন্যও ঠিক করা হয়েছিল এক পেশাদার বডি ডাবলকে। কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে বেবো সিদ্ধান্ত নেন দুঃসাহসী ওই দৃশ্যে নিজেই অভিনয় করবেন। সেই দৃশ্যে তার সঙ্গে অভিনয় করার কথা ছিল সহ-অভিনেতা ইমরান খানের।

যেমন কথা তেমন কাজ, কোনো বডি ডাবলের সাহায্য ছাড়াই দড়ির ওপর দিয়ে হাঁটতে শুরু করেন বেবো।    দড়ির ঘষায় লাল হয়ে ওঠে বেগমের অনভ্যস্ত নরম পা। পুড়ে যাওয়ার মতো দাগ পড়ে যায় ফর্সা পায়ে। তবুও হাল ছড়েননি তিনি। শত যন্ত্রণা নিয়েও শেষ করেন শুটিং।

একবার যখন মনস্থির করেছেন, কাজটি করেই সারবেন তাই আর পিছপা হননি। কিন্তু তার এই চোট পাওয়ায় অস্থির হয়ে ওঠেন প্রযোজক। বড় কোনো চোট পেলে বন্ধ হয়ে যেত ছবির কাজ। আর সেক্ষেত্রে বিপাকে পড়তেন নির্মাতারা।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top