GuidePedia

0
ফেসবুকে একটি ছবি আর একটি স্ট্যাটাস থেকে অনেকের চোখই ছানাবড়া। রেশমা নামের নবাগত এক বাংলাদেশী মডেল ও অভিনেত্রী নিজের অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তার খোলামেলা ছবি।


ছবি দেখে অনেকে মনে করছেন, এ মেয়ে সুযোগ পেলে হয়তো বলিউড হট বোম সানি লিওনকেও ছাড়িয়ে যাবে।


ছবির সঙ্গে রেশমি এক স্ট্যাটাসে লেখেন, আমার জায়গা এই দেশে নয়, আমার জায়গা ইন্ডিয়াতে হওয়া উচিত ছিল, কারন আমার মত মডেল’কে বাঙ্গালীরা খারাপ চোখে দেখে, আমাদের মত মডেলদেরকে সম্মান দেয় না বাঙালীরা। তবে আমরা কি পারিনা ইন্ডিয়াকে পিছনে ফেলে আসতে।

আমাদের কিসের এত অভাব, কি নাই আমাদের মধ্যে। আমার খুব কষ্ট হয়, যখন আমি দেশের বাহিরে যাই, আমি বাঙ্গালী হলেও আমাকে ইন্ডিয়ান বলে, আমাদের বাংলাদেশ নাকি খুব ক্ষুদ্র খুপ খ্যাত। ইন্ডিয়া থেকে আমরা কম কিসের।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top