বলিউডে আসার পরের ক্যাটরিনা কাইফকে আপনারা সকলেই চেনে। কিন্তু দেখেছেন কি বলিউডে আসার আগের সেই ক্যাটরিনা কাইফকে? দেখলে চমকে যেতেন নিঃসন্দেহে। আজকাল যে ক্যাটরিনা কাইফ ক্যামেরার সামনে বিকিনি পরা নিয়ে গড়িমসি করেন, তিনি এককালে প্রচুর বিকিনি শুট করেছেন। ক্যারিয়ারের শুরুতে একটি খ্যাতি কামানোর জন্য সস্তা দরের পত্রিকাতেও বিকিনি পরা ছবি এসেছে তার, ক্যালেন্ডারের পাতাতেও বিকিনি মডেল হয়েছেন তিনি। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। আর ছবিগুলোও এমন যে আপনি অবাক হতে বাধ্য হবেন। তবে ক্যারিয়ারের শুরুতে এমন ভুল তো অনেকেই করে, তাই না?
দেখে নিন ক্যাটরিনা কাইফের সেই ছবিগুলো, যা আপনি আগে কখনোই দেখেন নি!
(বড় আকারে দেখতে ও ছবির অন্তরালের কাহিনী জানতে প্রতিটি ছবিতে ক্লিক করুন)
সূত্র- apunkachoice
একটি মন্তব্য পোস্ট করুন