এবার সবাই মেতেছে বলিউডের বেবি ডল সানি লিওনের লীলাখেলায়। আজ প্রকাশিত হল সানি লিওনের বহু প্রতীক্ষিত ‘এক পেহেলি লীলা’ সিনেমার ট্রেইলার ।এই সিনেমাতে প্রাক্তন পর্ণস্টারের শরীরী আবেদন আগের সিনেমা গুলিকেও পিছনে ফেলবে বলেই মনে করা হচ্ছে। অন্তত ট্রেইলারটি দেখে এমনটাই মনে করা হচ্ছে।
এই সিনেমাতে পশ্চিমা সাজে নয়, ধ্রুপদী সজ্জায় দেখা যাবে সানিকে। সাজসজ্জার বদল থাকলেও সানির আবেদন ঠিকই পর্দায় শিহরণ ছড়াবে। বব্বি খান পরিচালিত সিনেমাটি আগামী ১০ এপ্রিল মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। এই সিনেমা আরও থাকছেন জয় ভানুশালী, রাহুল দেব।
একটি মন্তব্য পোস্ট করুন