জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। টিভি নাটক ও মডেলিং এর পাশাপাশি মিম এখন বাণিজ্যিক চলচ্চিত্রেও সমান তালে এগিয়ে চলছেন। মিম ভক্তরা হয়তো খুব শান্ত মেয়ে হিসেবই জানেন তাকে।
কিন্তু সম্প্রতি নির্মানাধীন ‘সুইটহার্ট’ নামের এক চলচ্চিত্রে মিমকে দেখা গেছে খোলামেলারূপে। চলচ্চিত্রটিতে মিমের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা বাপ্পি এটি পুরনো খবর। নতুন বিষয় হচ্ছে, এ সিনেমার একটি গানের অংশবিশেষ গতকাল ৪ ফেব্রুয়ারী ইউটিউবে ছাড়া হয়েছে।
গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় খান। এ গানের বিভিন্ন মুহূর্তে মীমকে খোলামেলা রূপে দেখে তার ভক্তদের নিশ্চয়ই চোখ ছানাবড়া হবে এ ব্যাপারে সন্দেহ নেই।
গানের লিংকটি পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
একটি মন্তব্য পোস্ট করুন