GuidePedia

0
 পুণম পাণ্ডে কথা দিয়ে কথা রাখেননি৷ কিন্তু ব্রিটিশজাত ভারতীয় মডেল সোফিয়া হায়াত কথা না-দিয়েই চমকে দিলেন৷বিশ্বকাপের আগে পুনম বলেছিলেন যে, ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন৷ কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি৷রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচচলাকালীন ‘নাশা’-র নায়িকাকে হট অবতারে দেখার জন্য তাঁর ভক্তরা সারাদিনই তাঁর কাছে আবদার জানিয়েছেন৷ ট্যুইটারে #PoonamPandeyKoBulao ট্রেন্ডিং হয়েছে সর্বক্ষণ৷অবশেষে ভক্তদের জন্য নিজের বেশ কিছু হট ছবি ট্যুইটারে উপহার দেন তিনি৷ তাতে ভক্তরা দুধের স্বাদ ঘোলেই মেটালেন৷

তবে পুনমের মঞ্চে নাচলেন সোফিয়া হায়াত৷সোফিয়া সুযোগ পেলেই সাহসী হতে দু’বার ভাবেন না৷ আবারও সেই প্রমাণ দিলেন তিনি৷বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের প্রথমবার বধ করল মহেন্দ্র সিং ধোনির ছেলেরা৷ জয়ের উচ্ছ্বাস ধরে রাখতে না-পেরে নিজের স্নান করার ভিডিও ইনস্টাগ্রামে পোস্টও করে দিলেন তিনি৷ রীতিমতো গান গেয়ে, নাচতে-নাচতেই স্নান করছিলেন এই হট মডেল৷ এর আগেও রোহিত শর্মার জন্য পুরো নগ্ন হয়েই ফটোশ্যুট করান তিনি৷
গত বছর নভেম্বরে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করে দু’টি বিশ্বরেকর্ড করেন একসঙ্গে রোহিত৷ ওয়ান-ডে ক্রিকেটে সর্বোচ্চ রান করার পাশাপাশি পৃথিবীর প্রথম ক্রিকেটার হিসেবে দু’টি ডাবল সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি৷ রোহিতের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাঁর জন্য নগ্ন হন সোফিয়া৷ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ‘বিগ বস-৭’ এর প্রতিযোগী লিখেও ছিলেন, ‘ আমার এই ন্যুড শ্যুট রোহিতকে উপহার দিলাম৷’ তারপর ফের ভারতের জন্য রবিবার নগ্ন হলেন সোফিয়া৷
সোফিয়া-পুনম দ্বৈরথ এখন ভারত-পাক ম্যাচের চেয়েও হিট৷ আগামী দিনেও পুনমদের এই লড়াই জারি 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top