GuidePedia

0

নিউজ ডেস্ক : অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্যি, এক ক্ষুদে পান দোকানির বিদ্যুৎ বিল এসেছে ১২৩ কোটি! দীপাবলিতে এমন উপহারের জন্য তৈরি ছিলেন না হরিয়ানার পান বিক্রেতা রাজেশ।
মাসিক বিদ্যুৎ বিলের অবস্থা দেখে মাথা নষ্ট পান দোকানির। বিলের অঙ্ক ১২৩  কোটি টাকা, কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনি।
হরিয়ানার সোনিপাত জেলার ছোট শহর গোহানা। এখানে এক চিলতে পানের দোকান চালিয়ে সংসার চালান রাজেশ। দোকানে রয়েছে একটি বাল্ব এবং খুদে পাখা।
দু’টি জিনিস ব্যবহারের জন্য মাসে ১ হাজার টাকার ভেতরেই বিদ্যুৎ বিল পেতে অভ্যস্ত তিনি। কিন্তু এবার দীপাবলির আগে তার অক্টোবর মাসের বিদ্যুৎ খরচের যে পরিমাণ বিলে দেখানো হয়েছে তাতে চোখ ছানাবড়া হয়ে গেছে নিম্নবিত্ত ওই যুবকের।

রাজেশের নামে জারি করা বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে ১২৩.২৯ কোটি টাকা, যা দেখে কূলকিনারা করতে পারছেন না তিনি। হতবাক রাজেশ জানিয়েছেন, বিলে লেখা টাকার পরিমাণ দেখে চমকে উঠেছি। শুধু সংখ্যায় নয়, ওই পরিমাণ লেখা রয়েছে শব্দেও।
শুক্রবার উত্তর হরিয়ানা বিদ্যুৎ বিতরণ বিভাগে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবেন বলে জানিয়েছেন নিরুপায় পানওয়ালা।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top