GuidePedia

0

ঢাকা: কেবল মহাসড়ক নয় এবার পানির নিচেও চলবে গাড়ি। ‘সাবমেরিন স্পোর্টস কার’ নামের এই ডুবন্ত গাড়ি বাজারে আনবে হ্যামশার ক্লেমার। এই ডুবন্ত গাড়ি চমকে দিয়েছে বিশ্বের গাড়ি বাজারকে।

জেমস বন্ডের ছবি ‘দ্য স্পাই হু লাভড মি’ দেখে অনুপ্রাণিত হয়েই গাড়িটি তৈরি করা হয়েছে বলেই জানিয়েছে হ্যামশাল ক্লেমার নামের সংস্থাটি।

বৈদ্যুতিক মোটরচালিত এই গাড়ি রাস্তায় চলার পাশাপাশি পানির নিচে ঘণ্টায় ১২১ কিলোমিটার বেগে চলতে সক্ষম। গাড়িটির দাম ধার্য করা হয়েছে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ১৫ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা)।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top