দেশটিতে ধূমপায়ীদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সরকার সম্প্রতি তামাকজাত দ্রব্যের বিষয়ে নতুন আইন করে। দেশটির সংবাদ সংস্থা ইনহ্যাপ জানিয়েছে, নতুন এ আইনের খসড়া চলতি সপ্তাহেই পার্লামেন্টে তোলা হবে। তবে এ আইনটি বিরোধীদের প্রচণ্ড বাধার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১২ সালের প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার ৪১ শতাংশ পুরুষ ধূমপানে আসক্ত। দেশটিতে আগের বছরগুলোতে ধূমপায়ীদের গড় হার ছিল ২৩। এ হার কমাতে সরকার তামাকজাত দ্রব্যের দাম কামনোর সিদ্ধান্ত নেয়।
একটি মন্তব্য পোস্ট করুন