বলিউড ও টালিউড মাতানো সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের সঙ্গে এবার সিঙ্গাপুরে একই মঞ্চে পারফর্ম করবেন দেশীর জনপ্রিয় পপতারকা মেহরিন। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের স্টার পারফরমিং আর্ট সেন্টারে এই কনসার্ট আয়োজন করেছে ইভেন্ট আয়োজক বে এন্টারটেইনমেন্ট।
আর এই কনসার্টে যোগ দিতে আগ্রহী যে কেউ চলতি বছর ১৫ নভেম্বর থেকে (sistic.com) সাইটে ঢুকে অনলাইনে টিকেট জোগাড় করতে পারবেন।
অরিজিৎ সিং ও মেহরিনের এই কনসার্ট প্রসঙ্গে বে এন্টারটেইনমেন্টের কর্ণধার ইব্রাহিম হাসান জানিয়েছেন, আগামী বছর এটাই হতে যাচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে বড় কনসার্ট। গতবার যারা বাংলাদেশে অরিজিৎ সিংয়ের কনসার্ট দেখতে পারেননি, তাদের এবার সিঙ্গাপুরে কনসার্ট উপভোগের আমন্ত্রণ রইল।
উল্লেখ্য, বিদেশের মাটিতে প্রবাসী বাঙালিদের বিনোদনের জন্য দীর্ঘ দিন ধরেই কনসার্ট আয়োজন করে আসছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বে এন্টারটেইনমেন্ট।
একটি মন্তব্য পোস্ট করুন