GuidePedia

0

যুক্তরাষ্ট্রের টাইমস্কয়ারে হঠাৎ এক উলঙ্গ বৃদ্ধ সবার দৃষ্টি আকর্ষণ করলো। জানা গেল, তিনি কোনো পাগল নন আসন্ন স্যান ফ্রান্সিসকো বোর্ড অব সুপারভাইজার পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তিনি। তারই প্রচারণার অংশ এটি।

জর্জ ডেভিস নামে ওই শুভ্র চুল দাড়ি বিশিষ্ট ভদ্রলোক বুধবার বিবস্ত্র হয়ে নির্বাচনী প্রচারণা চালান। অবশ্য এভাবে প্রচারণার কারণও আছে। তিনি যে জনসমক্ষে বিবস্ত্র হওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের মাঠে নেমেছেন!

চৌরাস্তায় বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে ডেভিস ২০১৩ সালে স্যান ফ্রান্সিসকোতে উলঙ্গপনা (নুডিটি) নিষিদ্ধ করার কারণে তার প্রতিপক্ষকে দায়ী করে চেঁচিয়ে কথা বলেন। তার মতে, নুডিটি হচ্ছে প্রকাশের একটা ভঙ্গি।

ওখানে অবশ্য তিনি একাই ছিলেন না। অ্যান্ডি গোলাব নামে এক শিল্পী ছিলেন যিনি নিজেও সারা গায়ে বিভিন্ন চিত্র আঁকিয়ে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে তাকে সমর্থন দিচ্ছিলেন।

ডেভিস নির্বাচনে জিতুক আর না-ই জিতুক টাইমস্কয়ারের পথচারীদের সামান্য সময়ের জন্য হলেও বিনোদন দিতে পেরেছেন এটাই বা কম কী?

অবশ্য ডেভিসের এই খেপাটেপনা এটাই প্রথম নয়। ২০০৭ সালে তিনি মেয়র পদে এবং ২০১০ সালে ডিস্ট্রিক্ট ১০ সুপারভাইজার পদে নির্বাচন করেন। এভাবে জনসমক্ষে উলঙ্গ হওয়ার কারণে এর আগে তিনি দুইবার গ্রেপ্তারও হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top