শুধু অবাক হচ্ছি !
একজন মা এর মমতা দেখে !
একজন মা এর ধৈর্য দেখে , যে কিনা এতো টা বছর তাঁর অসুস্থ সন্তান কে লালন পালন করে আসছে !
একজন দুর্বল বৃদ্ধা মা , যে কিনা একজন স্বাস্থ্য সম্মত সন্তান কেউ কোলে তুলে রাখতে পারছে !
... একজন মায়ের নিঃস্বার্থ ভালবাসা !
এতো টা বছর ! একটুও তাঁর মমতায় কমতি ঘটেনাই ! একটু ও বিরক্তি নাই !
আমি অবাক হয়ে চেয়ে রইলাম এই মা এর দিকে , কি দিয়ে শোধ হবে তাঁর ঋণ ?
খোদা তুমি বলে দাও , এই মায়ের ঋণ কি দিয়ে শোধ হবে !
মা গো , তোমায় হাজার সালাম গো মা ,
দোয়া করি আল্লাহ্ যেন আমাকে তওফিক দেয় যাতে আমিও আমার মায়ের এমন যত্ন নিতে পারি তাঁর প্রয়োজনে - অপ্রয়োজনে
একটি মন্তব্য পোস্ট করুন