GuidePedia

0


ভালবাসা মানে কি ?

ভালবাসা মানে কি ?
কারো জন্য মন খারাপ হওয়া ??
কাউকে বার বার মনে পড়া ???
কারো সংগে নিজের মতের মিল হওয়া !
নিজের রুচির মিল !! সখের মিল হওয়া !!!
"ভালবাসা" - শব্দটাতো ছোটই, কিন্তু বিষয়টি কি তেমনই সহজ এবং ছোট ! ভালবাসা ভিন্ন কিছু --অনেক বড় ও বিশাল কিছু। হয়তো ভালবাসা কখনো ভীষণ ঝড়ের মুখোমুখি একা দাঁড়িয়ে থাকা। হয়তো ভালবাসা কখনো কারো জন্য খামোখাই কষ্ট পাওয়া...... নাকি অন্য কিছু ? এতো বুঝিয়ে বলার বা লেখার মত কিছু নয়; এতো বোঝানোর বিষয় নয় ।
ভালোবাসাটা বোধহয় সব সময় একজনেরই আলাদা ব্যপার--একজনই ভালোবাসার নেশায় আচ্ছন্ন হয়ে থাকে--দু'জনের মিলিত জীবনের পক্ষে ভালোবাসার মূল্য তেমন কিছু বেশি নয় । সেখানে কৃতজ্ঞতা, দায়িত্ববোধ এগুলোরই মূল্য বেশি।



জীবনে সব প্রতিজ্ঞা টেকে না, সব কথা রাখা যায় না, বুকের ভিতর রাখা মুখ বারবার ভেংগে গড়ে নিতে হয়। অতিসুক্ষ্ম, যে কোন মুহুর্তে হারাবার ভয়ই ভালবাসার রূপ এবং তা সত্যি হারিয়ে যায়, ভাংগে যায়। তারপরেও যা থাকে--তা ভালোবাসা নয় । জেদ, অতৃপ্ত অহংকার আর আহত পৌরষের মর্ম-বেদনা। চিরস্থায়ী ভালবাস নিছক একটা উপকথা।
ভালবাসার চেয়েও বোধহয় বড় নিছক বেঁচে থাকা, শরীরের সুখ ও স্বাচ্ছন্দ্য, সামাজিক সম্মন এবং কৃতজ্ঞতাবোধ। ভালোবাসা কিছুতেই নিরাপত্তা চায় না, চায় সবকিছু ভাংতে ।
কবির ভাষায়ঃ
"এই খেদ আমার মনে
ভালবেসে মিটিল না আশ--
কুলাল না এ জীবনে।
হায়, জীবন এত ছোট কেনে ?
এ ভূবনে !"


ভালবাসা মানে কি ?

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top