GuidePedia
Latest News

0


এই যে মুসলিম ভাই...
তোমার একটা গার্লফ্রেন্ড আছে!!
গার্লফ্রেন্ডের সাথে সারারাত জেগে ঘণ্টার পর ঘণ্টা কথা বল!

রিকশার, সি এন জি তে উষ্ণ ভালবাসা বিনিময় হয়!
তারপর কিছুদিন পর "আমাদের দুজনের ম্যাচ করছে না" দোহায় দিয়ে "break up"

এবার আরেকটা প্রানসখি আর উপরোক্ত ঘটনাবলীর
বারংবার পুনরাবৃত্তি!

wellz!! you are very smart boy !!
so what about your younger
sister??

তারও নিশ্চয় বয়ফ্রেন্ড আছে!
সেও সারারাত জেগে কথা বলে!
রিকশা, সি এন জি তে উষ্ণ ভালোবাসা বিনিময় করে!

তারও break up hoy, নতুন bf হয়! right?
hey! behave yourself!! কেউ আমার বোনের দিকে চোখ দিলেও হাত ভেঙ্গে হাতে ধরিয়ে দেব শালা!!

এটাই সিস্টেম! নিজের
বোনকে ছাড়া সবাইকে গার্লফ্রেন্ড আর ভোগ্যপণ্য ভাবায়! নিজের বোনের বেলায় বিবেক
নিজেকে বাধা দেয়! কেউই চায়না তার বোনটা এই
বিপথে যাক! কিন্তু নিজের বেলায়?? বিবেক ডাল
খাইয়া মাতাল! যার সাথে অপকর্ম চালাচ্ছিস সেও
তো কারো বোন!!
ভাই...

কোন মেয়ের সাথে কুকাম করে আগে একটু
চিন্তা করিস তোর আদরের বোনটাও স্কুলে যায়,
কলেজে যায়! কারো স্ত্রীর দিকে

বাজে মন্তব্য,
অশালীন দৃষ্টি কিংবা ভিড়ের মাঝে গায়ে একটু হাত
দেওয়ার আনন্দ শিহরিত হওয়ার আগে, বন্ধুদের
আড্ডায় সেই শিহরনের রসালো গল্প বলে"তুই একটা বস ব্যাটা" বাহবা নেওয়ার আগে একটু চিন্তা করিস তুই ব্যস্ত থাকলে তোর বউটারেও বাজারে যেতে হয়, মার্কেটে শপিং করতে যেতে হয়!

মূল্যবোধ হারিয়ে অন্যের কাছে মূল্যবোধ
আশা করিস না ভাই! উপরের দিকে থু থু ছুড়লে সেই থু
থু নিজের উপরই পড়ে!! ভাল মানুষ সাজতে ১২ টাকা লাগে! ৭ টাকার টুপি, ৫ টাকার আতর!

কিন্তু ভাল মানুষ হতে এক টাকাও লাগেনা ভাই!! তুই ভাল হ! দেখবি সবাই ভাল হবে। তুই সম্মান করতে শিখ, দেখবি সবাই সম্মান করতে শিখবে! ভাল থাক!

সবাইকে ভাল থাকতে দে......

বিনীত নিবেদনে
তোর আচরনে লজ্জিত একজন মুসলিম যুবক......!!.

(
ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top