GuidePedia

0
প্লেয়ার টির নাম QQ Player. প্লেয়ার টি হয়তো অনেকে ব্যবহার করেছেন আবার অনেকে ব্যবহার করেন নাই।আজকের পোস্ট যারা প্লেয়ার টি ব্যবহার করেন নাই তাদের জন্য।এটা আমার ব্যবহার করা প্লেয়ার গুলোর মধ্যে সব চেয়ে ভাল এবং কাজের প্লেয়ার।একটা প্লেয়ার দিয়ে যেমন সব ফরম্যাট এর ফাইল পেলে করা যায় তেমনি অনেক কাজ করা যায়। প্লেয়ার এর কাজ গুলো নিচে আলোচনা করা হল।



কাজ গুলো
১- ভিডিও থেকে খুব সহজে স্ক্রীন শর্ট নেওয়া যায় এবং তা বিভিন্ন ফরম্যাটে সেভ করা যায় 
২- ভিডিও এবং অডিও বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করা যায় এবং ভিডিও থেকে অডিও আলাদা করা যায়। 
৩-ছোট ছোট ভিডিও ফাইল গুলো জোরা লাগানো যায়
৪- বড়  ভিডিও ফাইল কে ছোট ছোট ভাগে ভাগ করা যায় 
৫-অনলাইন থেকে খুব সহজে ভিডিও প্লে করা যায়।
৬- ২ ডি ও ৩ ডি উভয় ভাবে ভিডিও প্লে করা যায়
আর
এর সব চেয়ে বড় কথা হল এর স্ক্রীন অপশন গুলো খুব সহজ এবং সুন্দর  

নিউ ভার্সন ডাউনলোড করুন এখান থেকে 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top