GuidePedia

0
বিমান, রকেট বা হেলিকপ্টার সহ প্রায় সকল আকাশ যান যখন আকাশে থাকে তখন সূর্যের আলো এদের উপর পড়ে। তার ফলে এগুকো গরম হয়ে যাওয়ার কথা। আমরা সূর্যের আলোর নিছে ৫ মিনিট থাকতে পারবোনা  এবং লোহা বা এ জাতীয় কিছু সূর্যের নিছে কিছুক্ষন রেখে দিলে তা এত গরম হয়ে যায় যে হাত দিয়ে ধরা যায় না। তাহলে তো বিমান বা আকাশ যান গুলো এত গরম হতো যে এত ভিতরে থাকা যেত না। কারন বিমানের বডি এলুমিনিয়াম ধারা তৈরি। লোহা থেকে এলুমিনিয়াম আরো তাড়াতাড়ি গরম হয়। তাহলে বিমানে করে দিনের বেলায় কিভাবে ভ্রমন করে?


আমরা সবাই জানি যে অন্যান্য রং এর তুলনায় সাদা রং তাপ কম শোষন করে এবং আলো বেশি প্রতিফলন করতে পারে।ফলে যখন সাদা রং এর বিমানের উপর সূর্যের আলো পড়ে তখন তার অধিকাংশই প্রতিফলিত হয়ে যায়।তাই বিমান, রকেট, হেলিকপ্টার সহ প্রায় সকল আকাশ যানের রং সাদারনত সাদা হয়। আর বিমানের বডির ভিতরের দিকে তাপ অপরিবাহি পদার্থ থাকে তাই যেটুকু তাপ শোষন করে তা বিমানের ভিতরে প্রবেশ করতে পারে না। তাই বিমানের যাত্রিরা আরামেই ভ্রমন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top