GuidePedia

0
এ যেন গল্পের গরু গাছে ওঠার মত ব্যাপার। খিদের চোটে একেবারে গাছে উঠে লাফ দিয়ে শিকার ধরল পাইথন। উড়ন্ত বাদুড়কে শিকার করতে বেশ কসরত করতে হল অজগরকে। প্রথমে অনেকটা নিঃশব্দে গাছে ওঠে অজগরটি।
তারপর ঝুলে থাকা বাদুড়ের সামনে যেতেই শিকার টের পেয়ে যায় শিকারির উপস্থিতি। বাদুড় উড়তে শুরু করে। তবে উড়ে যাওয়ার আগেই কিছুটা লাফ। দিয়ে শিকার ধরে ফেলে অজগর। মুখের ওপর এসে পড়ে শিকার। তারপর আর কী.. বাকিটা ইতিহাস। এত কষ্টের শিকার, একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে খেতে থাকল অজগর।


পুরো বিরল এই দৃশ্যটা ধরা পড়ল মিলে স্টোভেরিংয়ের ক্যামেরায়। মাত্র ২০ সেন্টিমিটার দূর থেকে এই ছবি তুললেন মিলে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top