দাড়ি আছে, গোঁফ আছে৷ কিন্তু, তাই দেখে কেউ তাঁকে পুরুষ ভাবলে ভুল করবেন৷ কারণ আসলে তিনি একজন মহিলা৷ অবশ্য, বাস্থব জিবনের মতো এ সাজানো দাড়ি, গোঁফ নয়৷ রিয়েল লাইফেই তাঁর মুখে এর উজ্জ্বল উপস্থিতি৷ ব্রিটেনের বার্কসায়ারের স্লাঘের বাসিন্দা হারনাম কাউর৷ শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মুখে গজিয়েছে এই দাড়ি গোঁফ৷
সে যখন কিশোরী সেই সময়ই মুখ থেকে দাড়ি গোঁফ নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল হারনাম৷ কিন্তু, পরে ধর্মীয় কারণে তা আর কাটা হয়ে ওঠেনি তাঁর৷ তবে, এই পুরুষালি রূপ নিয়ে একটুও লজ্জিত নন তিনি৷ বরং সাজতে ভালোবাসেন হারনাম৷ এই রূপ নিয়েই সমাজের বিপরীত স্রোতে গা ভাসিয়েছেন ২৪ বছরের এই তরুণী৷
একটি মন্তব্য পোস্ট করুন