GuidePedia

0
সমুদ্রসৈকতে গিয়ে অর্ধাঙ্গ নিরাবরণ রাখা যাবে -এমন অধিকার আদায়ে ব্রাজিলের কিছু নারী সৈকতে বুক-পিঠ খোলা রেখে আন্দোলন করেছেন।

এভাবে আন্দোলন করার মাধ্যমে আইন প্রণয়নকারীদের দৃষ্টি আকর্ষণ করা যাবে মনে করেন তারা। এরফলে আইন প্রণয়নকারীরা সৈকতে নারীদের অর্ধাঙ্গ নিরাবরণ করে রাখার অনুমতি দেবে বলে আশা করছেন তারা।

বর্তমানে ব্রাজিলে সমুদ্র সৈকতে গিয়ে উলঙ্গ না হওয়ার বিধান রয়েছে। কিন্তু এ আইনটি নিয়েই আপত্তি ওই নারীদের। এ আইনের কারণে তারা ঠিকমত সমুদ্রে গিয়ে রৌদ্র স্নান করতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।

ব্রাজিলে বর্তমানে সমুদ্র সৈকতে গিয়ে বিকিনি পরার অনুমতি রয়েছে। কিন্তু বিষয়টিকে আরও উন্মুক্ত করা প্রয়োজন বলে ওই নারীরা মনে করেন। এ প্রতিবাদের আয়োজক আনা পলা রিওতে এক বন্ধের দিন সমুদ্র সৈকতে গিয়ে তার বক্ষ উন্মোচন করে রাখেন। তার আশা এতে মানুষ বুঝবে যে বিষয়টি পুরোপুরি সাধারণ এবং এটি কোন সমস্যা নয়।

পরবর্তীতে তার সঙ্গে আরও অনেক নারী যোগ দেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এটি হতে সময়ের প্রয়োজন। কিন্তু পরিবর্তন আনার জন্য বসে থাকলে চলবে না। আমাদেরকেই এগিয়ে আসতে হবে। এজন্যই আমরা এটি করছি।
ধীরে ধীরে নারীদের সঙ্গে পুরুষরাও এতে যোগ দিচ্ছেন।

আরেক নারী বারবারা কালমো বলেন, এখানে এসে সবাই আনন্দিত হচ্ছে। তাই আপনারা সবাই আসুন এবং আমাদের এ আন্দোলনে যোগ দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top